সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলা একাডেমির মহাপরিচালক পদে যোগদান অধ্যাপক ড. মোহাম্মদ আজম-এর

বাংলা একাডেমির মহাপরিচালক পদে যোগদান অধ্যাপক ড. মোহাম্মদ আজম-এর

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বাংলা একাডেমির মহাপরিচালক পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ আজম। আজ বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক অনুষ্ঠানে বাংলা একাডেমির পক্ষ থেকে নব নিযুক্ত মহাপরিচালককে স্বাগত জানান একাডেমির সচিব মো. নায়েব আলী, একাডেমির পরিচালক ও উপপরিচালকবৃন্দ।
নবনিযুক্ত মহাপরিচালক ড.মোহাম্মদ আজম বলেন, বাংলা একাডেমির প্রতি বাংলাদেশের মানুষের প্রত্যাশা অপরিসীম। গণঅভ্যুত্থানের পর একাডেমি ঘিরে এ দেশের মানুষের নতুন আকাক্ষা তৈরি হয়েছে। সকলের সমবেত সংযোগ ও সক্রিয়তায় আমরা বাংলা একাডেমিকে গবেষণামূলক জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে সক্ষম হবো।
উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে গত ৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য বাংলা একাডেমি আইন- ২০১৩ এর ধারা-২৬(২) ও ধারা-২৬(৩) অনুযায়ী সরকার একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করেছে।

৩২৬ Views
CATEGORIES
Share This

COMMENTS