প্রিন্ট এর তারিখঃ মে ২৯, ২০২৫, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৪, ১:১৭ অপরাহ্ণ
শীর্ষ নিউজ ডটকম খুলে দিতে হাইকোর্টের নির্দেশ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): বন্ধ থাকা অনলাইন নিউজ পোর্টাল ‘শীর্ষ নিউজ ডটকম’ খুলে দেয়ার পাশাপাশি নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।
বিচারপতি এ, কে, এম, আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন।
আদালতে শীর্ষ নিউজের সম্পাদকের পক্ষে শুনানি করেন এডভোকেট মো. তাজুল ইসলাম। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রানজিব।
এডভোকেট মো. তাজুল ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের নির্দেশে শীর্ষ নিউজ ডট কমের প্রকাশনা বন্ধ করে দিয়েছিল বিটিআরসি। এরপর বার বার যোগাযোগ করেও শীর্ষ নিউজ চালু করা যায়নি। তথ্য মন্ত্রণালয়ে আবেদন করলেও নিবন্ধন দেয়া হয়নি। নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টে রিট করেন শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হক। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেছিলো। আজ সে রুল নিষ্পত্তি করে হাইকোর্ট বিভাগ শীর্ষ নিউজ ডট কমকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.