সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২৪ জনের নামে মামলা: তদন্তে পিবিআই

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২৪ জনের নামে মামলা: তদন্তে পিবিআই

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় আমীর হোসেন নামে এক ব্যক্তি গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে নিহতের স্ত্রী আননী এই মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল এবং এবিএম সিদ্দিক।
গত ১৯ জুলাই বিটিভি ভবনের সামনে আসামিদের নির্দেশে অন্য আসামিরা আমীর হোসেনকে গুলি করে হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

৩৭৭ Views
CATEGORIES
Share This

COMMENTS