প্রিন্ট এর তারিখঃ মে ২৯, ২০২৫, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৪, ১:৩৯ অপরাহ্ণ
গুচ্ছ ভর্তিতে অনিয়ম তদন্ত করে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় মেরিট নির্বাচন ও মাইগ্রেশনে অনিয়ম হয়েছে কি না সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ভর্তি সংক্রান্ত বিশেষজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে ১৫ কর্মদিবসের মধ্যে মতামত ও সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা: রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি পরীক্ষায় মেরিট নির্বাচন এবং মাইগ্রেশনে কোনো অনিয়ম বা ত্রুটি হয়েছে কী না-সে বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একজন সদস্যকে আহবায়ক করে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বহির্ভূত গুচ্ছ ভর্তি সংক্রান্ত বিশেষজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে কমিটি গঠন করে ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.