প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৪, ১:২৫ অপরাহ্ণ
২০১৫’র স্মৃতি রাওয়ালপিন্ডিতে ফেরালো মুশফিক-সাকিবরা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম: আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটের ক্রিকেটে দুই বা ততোধিক ম্যাচের দ্বিপাক্ষীক সিরিজে পাকিস্তানকে দু’বার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
সর্বপ্রথম ২০১৫ সালে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। এবার টেস্ট ফরম্যাটে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের সিরিজে তাদের হোয়াইটওয়াশের লজ্জা দিল টাইগাররা।
২০১৫ সালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়েছিলো বাংলাদেশ। তামিম ১৩২ ও মুশফিক ১০৬ রান করেছিলেন।
একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে তামিমের অপরাজিত ১১৬ রানের উপর ভর করে ৭ উইকেটের জয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
সিরিজ জয় নিশ্চিত হবার পর পাকিস্তানের হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করেনি মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে সৌম্য সরকারের অনবদ্য ১২৭ রানে ৮ উইকেটের জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগাররা।
ওয়ানডের পর টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ দিল বাংলাদেশ। এবার বাকী থাকলো টি-টোয়েন্টি। টি-টোয়েন্টিতে একবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালে এক ম্যাচের সিরিজ জিতেছিলো টাইগাররা।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.