প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১০:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৪, ১২:১৪ অপরাহ্ণ
মোরেলগঞ্জ মা সমাবেশ শিক্ষার্থীদের মাঝে শতাধিক স্কুল ব্যাগ বিতরণ

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জে এনায়েতিয়া দাখিল মাদ্রাসায় মা সমাবেশ ও শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার মাদ্রাসার মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেলিমগড় চিংড়াখালী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল ছালাম খান। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মাদ্রাসার সাবেক সভাপতি মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক ওমর ফারুক প্রমুখ। উল্লেখ্য, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মিজানুর রহমানের নিজ অর্থায়নে ছাত্র-ছাত্রীদের মাঝে শতাধিক স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.