
মাদক থেকে যুবকদের রক্ষায় ফুটসাল খেলা,নিলামের মাধ্যমে খেলোয়াড় নির্বাচিত

তাহমিদ রহমান, বিশেষ প্রতিনিধি : বিকেল সাড়ে পাঁচটা। পেছনে খেলোয়াড় সারি। বিদ্যালয়ের মাঠে মাইক টাঙিয়ে বেশ কিছু ফুটবল ক্রীড়ামোদি যুবকদের নিয়ে খেলোয়াড় বাছাইয়ে রীতিমতো নিলাম কাজ চলছে। খেলোয়াড়দের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।
স্থানীয় খেলোয়াড় কল্যাণ সমিতি খেলাটির আয়োজন করেন।খেলার নাম দেওয়া হয়েছে কাটলা প্রীমিয়াম লীগ (কে,পি,এল)।
৩ মঙ্গলবার দিনাজপুরে বিরামপুর উপজেলা কাটলা ইউনিয়নের কাটলা দ্বী-মুখি উচ্চ বিদ্যালয়ের মাঠে কাটলা খেলোয়াড় কল্যাণ এন্ড ব্লাড ডোনেশন গ্রুপ নিলামের আয়োজন করেন।
সরেজমিনে বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখা যায়, খোলা মাঠের পূর্ব পাশে অস্থায়ীভাবে টেবিল দিয়ে সাজানো হয়েছে মঞ্চ। সামনে চারটি টেবিলের চারটি দলের মালিক পক্ষরা খেলোয়াড় বাছাই করছেন। কাটলা ধানহাটি লিমিটেড,কাটলা ফরিদুল একাদশ,কাটলা মেধাবিকাশ স্কুল এবং মুক্তিযুদ্ধা খাদ্য ভাণ্ডার নামের এই চারটি দল রয়েছে । প্রতিটি দলে ১৫ জন খেলোয়াড় অংশ গ্রহণ করবেন।
নিলামের মঞ্চে থাকা অতিথি ওই বিদ্যালয়ের শিক্ষক প্রাণেশ চন্দ্র জানান,আমরা এমন আয়োজন টিভির পর্দায় দেখেছি। সত্যিই খুব ভালো উদ্যোগ। এই এলাকা যেহেতু সীমান্ত ঘেঁষা তাই যুবকদের মাদক থেকে দূরে রাখতেই খেলাটি যথেষ্ট ভুমিকা রাখবে।
কথা হয় কাটলা ধানহাটি লিমিটেড উপদেষ্টা আনিসুর রহমানের সঙ্গে।তিনি বলেন, স্থানীয় ভাবে যত খেলার আয়োজন করা হয়েছে কোন খেলায় নিলামের আয়োজন করা হয়নি।আমার বিশ্বাস শুরুতেই যে লোক সমাগম তাতে মনে হচ্ছে খেলাটি দারুন হবে।
স্থানীয় খেলোয়াড় রানা জানান,আমি গত ১৫ বছর ধরে মিডফিল্ডার হিসেবে এই এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় খেলায় অংশগ্রহণ করেছি।আমি কখনো নিলামের খেলায় অংশগ্রহণ করিনি।আজ আমি কাটলা ফরিদুল একাদশ দলে ৫ হাজার টাকায় খেলায় চুক্তিবদ্ধ হয়েছি।আমার বিশ্বাস খেলাটি আমার জীবনের সেরা খেলা হবে।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম জানান, বর্তমান যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতেই ফুটসাল খেলাটির আয়োজন করা হয়েছে। খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে নিলামের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হয়েছে। প্রতিটি খেলোয়াড়দের সর্বনিম্ন ২ হাজার থেকে ৫ হাজার টাকা মুল্য নির্ধারণ করা হয়েছে।আশা করছি খেলাটি স্থানীয় ক্রীড়ামুদি মানুষের মনের খোরাক মেটাতে পারবে।
৩৪৯ Views