বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সিনিয়র সচিব শাহ কামালের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সিনিয়র সচিব শাহ কামালের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামাল ও তার স্ত্রী ফারাজানা সিদ্দিকার ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন আদালত।
আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এর মধ্যে শাহ কামালের ১২টি ব্যাংক হিসাবে পাঁচ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার ৭২১ টাকা রয়েছে। এছাড়া তার স্ত্রী ফারজানার সাতটি ব্যাংক হিসাবে তিন কোটি ৭৬ লাখ ৩৪ হাজার ৪১৪ টাকা রয়েছে।
এদিন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট মো. শাহ কামালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ত্রাণের অর্থ আত্মসাৎ, বদলি ও জনবল নিয়োগে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলে দুই সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধানকালে জানা গেছে যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধ পন্থায় অর্জিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে মো. শাহ কামাল ও তার স্ত্রী মিসেস ফারজানা সিদ্দিকা নামের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন, অন্যথায় তাদের বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৭৫ Views
CATEGORIES
Share This

COMMENTS