বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের তাগিদ বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের

ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের তাগিদ বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক, মহাসড়ক ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ে ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের তাগিদ  দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ রোববার উপদেষ্টার দপ্তর থেকে এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, অফিসে সভার সময় খাবারের ব্যাপারে কৃচ্ছতা সাধন করতে হবে, ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বাহনের সংখ্যা সীমিত করতে হবে। প্রয়োজনে কার পুলিং করতে হবে, উপদেষ্টার সফরের ক্ষেত্রে যাবতীয় আতিশয্য পরিহার করতে হবে এবং ইতোপূর্বে ব্যয় সংকোচন পরিকল্পনা দাখিল করার যে নির্দেশনা দেয়া হয়েছে তা দ্রুততার সাথে কার্যকর করতে হবে।
এ নির্দেশনাবলী উপদেষ্টার আওতাধীন তিনটি মন্ত্রণালয় ও পাঁচটি বিভাগ এবং তাদের অধীনস্থ সকল দপ্তর, সংস্থা, কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

১৯৪ Views
CATEGORIES
Share This

COMMENTS