বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজেএমসি’র সমস্যা সমাধানে বস্ত্র ও পাট উপদেষ্টার আশ্বাস

বিজেএমসি’র সমস্যা সমাধানে বস্ত্র ও পাট উপদেষ্টার আশ্বাস

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘এতোদিন শুধু পদ্মাসেতু, মেট্টোরেলের নাম করে উন্নয়নের গল্প শুনতাম। এখন দেখি ভেতরে সমস্যা বেশি। ১৫ বছর সমস্যা নয় চাটুকারিতা নিয়ে ব্যস্ত ছিলো বেশি। বিজেএমসি-তে এসে চাকরি ও বেতন না পাওয়া সংক্রান্ত যতো সমস্যা জানলাম তা হতাশাজনক। এর সমাধানে আমার পক্ষ হতে সর্বোচ্চ চেষ্টা করবো।’  আজ রোববার বিজেএমসি প্রধান কার্যালয়ে সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
এর আগে সভার বিশেষ অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ তার বক্তব্যে বিজেএমসি’র সার্বিক সমস্যা দূর করতে মন্ত্রণালয় গৃহীত  উদ্যোগ বিষয়ে  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিজেএমসি অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার  বিভিন্ন  সমস্যা যেমন- মিল বন্ধ হওয়াসহ  চাকরি আত্মীকরণ দীর্ঘসূত্রতা এবং বেতন ভাতা না পাওয়া প্রভৃতি সমাধানে উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়।
বিজেএমসি’র চেয়ারম্যান ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা, বিজেএমসি’র পরিচালক, উপদেষ্টা এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের সম্মেলন কক্ষে পাট খাত ও পাট শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় সভায় উপদেষ্টা ড. এম. সাখাওয়াত হোসেনের নিকট  বিজেএমসির চেয়ারম্যান আবুল হোসেন পাটকে কৃষিপণ্য ঘোষণা, কাঁচাপাটের ২ শতাংশ উৎস কর রহিতকরণসহ অন্যান্য সমস্যা তুলে ধরেন।

২৭ Views
CATEGORIES
Share This

COMMENTS