প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১৭ অপরাহ্ণ
বাংলাদেশ-পাকিস্তান: বিপদে বাংলাদেশ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম: রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে সফরকারী বাংলাদেশ। তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ২৬ ওভারে ৬ উইকেটে ৭৫ রান করেছে টাইগাররা। ৪ উইকেট হাতে নিয়ে ১৯৯ রানে পিছিয়ে বাংলাদেশ। ফলো-অন এড়াতে এখনও ৫০ রান প্রয়োজন টাইগারদের। প্রথম ইনিংসে ২৭৪ রান করেছিলো পাকিস্তান।
বৃষ্টির কারনে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হবার পর গতকাল দ্বিতীয় দিনই নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় পাকিস্তান। এরপর দিন শেষভাগে ২ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১০ রান তুলেছিলো বাংলাদেশ।
আজ, তৃতীয় দিন খেলতে নেমে পাকিস্তানের দুই পেসার মির হামজা ও খুররাম শাহজাদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ১৪ রানে প্রথম উইকেট পতনের পর ২৬ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা।
ওপেনার সাদমান ইসলাম ১০, জাকির হাসান ১, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪ ও সাকিব আল হাসান ২ রানে শাহজাদের শিকার হন।
মোমিনুল হককে ১ ও মুশফিকুর রহিমকে ৩ রানে বিদায় করেন হামজা।
২৬ রানে ৬ উইকেট পতনে টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানের নিচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে সপ্তম উইকেটে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে প্রথম সেশন শেষ করেন লিটন ও মিরাজ। ১টি চারে লিটন ১৩ ও ৭টি বাউন্ডারিতে মিরাজ ৩৩ রানে অপরাজিত আছেন।
শাহজাদ ১৫ রানে ৪টি ও হামজা ২৯ রানে ২ উইকেট নিয়েছেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.