প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১৫ অপরাহ্ণ
জ্বালানি তেলের মূল্য হ্রাসের সিদ্ধান্তে সরকারকে ঢাকা চেম্বারের সাধুবাদ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য রেখে সকল পর্যায়ে জ্বালানি তেলের মূল্য হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
আজ রোববার এক বিবৃতিতে ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদ এই সাধুবাদ জানান।
বিবৃতিতে ডিসিসিআই সভাপতি বলেন, সরকারের এ সময়োপযোগী সিদ্ধান্তের কারণে আমাদের কৃষি ও শিল্পখাতে পণ্যের উৎপাদন প্রক্রিয়ায় ব্যয় হ্রাস পাবে। এছাড়াও পরিবহন খাতে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে।
তিনি বলেন, দেশের শিল্পখাতে জ্বালানির উচ্চ মূল্যের পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অপ্রতুলতার কারণে, শিল্পের পণ্য উৎপাদন এবং বিপননে খরচ বৃদ্ধি পাওয়ার ফলে সামগ্রিকভাবে ব্যবসা পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। জ্বালানির উচ্চমূল্য হারের কারণে স্থানীয়ভাবে আমাদের দেশে মূল্যস্ফীতির হার বাড়ার ফলে দেশের জনগণের জীবন-জীবিকার ব্যয় ও ভোগান্তি বেড়েছে।
জ্বালানির মূল্য হ্রাসের এ উদ্যোগের ফলে শিল্পে উৎপাদন ব্যয় কিছুটা হলেও হ্রাস পাবে এবং আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করবে। ডিসিসিআই প্রত্যাশা করে, এ উদ্যোগ মূল্যস্ফীতি কমিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করবে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.