শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: ফারুক-ই-আজম বীর প্রতীক

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: ফারুক-ই-আজম বীর প্রতীক

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (নোয়াখালী): অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে আশ্বাস দিয়েছেন। শুক্রবার রাতে নোয়াখালী সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নোয়াখালীর মানুষ বন্যা দেখে নাই। তারা এমন পরিস্থিতির মধ্যেও কখনো পড়ে নাই। আমরা খবর নিয়েছি অনেক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।
বন্যায় ত্রাণ সহায়তা কার্যক্রমে তরুণদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের প্রশংসা করে ফারুক-ই-আজম আরও বলেন, তরুণরা এই বন্যায় এগিয়ে এসেছে। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে।  আমাদের রিসোর্সেরও অভাব নাই। অনেক রকমের প্রতিষ্ঠান আছে তারাও কাজ করতে আগ্রহী। দেশ আমাদের সবার, এমন দেশ পৃথিবীতে আর একটাও নাই। এই দেশকে আমরা নানান কারণে দরিদ্র করে রেখেছি। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের মানসিক দারিদ্র্য। এই দারিদ্র্য কাটিয়ে উঠতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত আনোয়ার, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) বিজয়া সেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

৩৯৯ Views
CATEGORIES
Share This

COMMENTS