বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কমছে জ্বালানি তেলের দাম

কমছে জ্বালানি তেলের দাম

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য কমাতে যাচ্ছে সরকার। আজ শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে নতুন এই হ্রাসকৃত মূল্যে তেল বিক্রি শুরু হবে।
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে আজ শনিবার প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় প্রতি লিটার পেট্রোল ও অকটেনের দাম কমবে ৬ টাকা। আর ডিজেল ও কেরোসিনের দাম কমবে ১ টাকা ২৫ পয়সা।
মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকার আলোকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের মুল্য পুননির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে নতুন মূল্যে তেল বিক্রির একটি তালিকাও  প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে কমে হয়েছে ১০৫ টাকা ৫০ পয়সা। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার ১২৭ টাকা থেকে কমে হয়েছে ১২১ টাকা ও অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমে হয়েছে ১২৫ টাকা।

২১৬ Views
CATEGORIES
Share This

COMMENTS