শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মালিতে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ জন নিহত

মালিতে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ জন নিহত

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম: মালিতে বৃহস্পতিবার একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, রাজধানী বামাকোর পূর্বে ফানা শহরের কাছে প্রধান একটি সড়কে ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে মন্ত্রণালয় জানায়, বাসটি ফানা থেকে বামাকোর উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে তদন্ত চলছে।
খবরে বলা হয়, পশ্চিম আফ্রিকার দেশটিতে সড়ক দুর্ঘটনা একেবারে সাধারন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর প্রধান কারণ দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং আইন না মেনে গাড়ি চালানো। গত জুলাই মাসে মালির মধ্যাঞ্চলে দু’টি বাসের সংঘর্ষে ১৬ জন নিহত হয়।

২০১ Views
CATEGORIES
Share This

COMMENTS