চুনারুঘাটে সেনাবাহিনীর হাতে আটক তিন সন্ত্রাসী
পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বড় আব্দা এলাকা থেকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।
বৃহস্পতিবার রাতে বড় আব্দা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম। অভিযানকালে ৪টি রামদা, ১টি ছুরি, ১টি কুড়াল, ১টি শাবল, ২টি লাইটসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃতরা হল: উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা নুর মিয়ার পুত্র মো. ইকবাল মিয়া (৩০), বড় আব্দা গ্রামের মৃত আব্দুল নুরের পুত্র শহীদ মিয়া (৩০) ও ভূঁইয়ার চর গ্রামের আব্দুল সাত্তারের পুত্র ফয়সল মিয়া (২০)।
আটককৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এছাড়া চুরি-ডাকাতির সাথেও তারা জড়িত। অভিযানকালে ছুরুক মিয়ার পুত্র পিচ্ছি সায়েদ নামে এক যুবক পালিয়ে গেছে।
৪২৮ Views