প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৬:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৪, ২:৫৭ অপরাহ্ণ
স্বৈরাচারের দোসররা এখনও প্রশাসনে বহাল তবিয়তে : রিজভী

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, স্বৈরাচারের দোসররা জনপ্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও বহাল রয়েছে। তারা অন্তর্বর্তীকালিন সরকারকে অস্থিতিশীল করতে নানা অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আজ সোমবার রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সামনে ‘বন্যাপ্লাবিত মানুষের’ চরম দুর্দশায় তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ্যাব’র সার্বিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় অসময়ে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র (এ্যাব) উদ্যোগে সোমবার সকাল থেকে এ সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।
রিজভী আহমেদ বলেন, ‘গত ১৬ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমাদের ওপর নানা জুলুম অত্যাচার করেছে। যারা চাকুরিরত এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, তাদেরকে নানাভাবে হয়রানি করেছে। তাদের প্রাপ্য পদোন্নতিও দেওয়া হয়নি, ভালো পদায়ন করা হয় নি। নানা জুলুম সহ্য করতে হয়েছে। তারপরও, এসব কর্মকর্তা বিপদ হতে পারে জেনেও কঠিন দুঃসময়ে সম্মিলিতভাবে জাতীয়তাবাদের পতাকা উড্ডীন রেখেছেন।
তিনি বলেন, ‘আমরা মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছি। কিন্তু জন প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। যারা ইঁদুর থেকে হাতি হওয়ার জন্য মাঝে মাঝে উঁকি দিচ্ছে। আমরা নানাভাবে প্রতিবিপ্লবের আশংকায় আছি। তারা সব জায়গায় ঘাপটি মেরে আছে।’
আনসার বাহিনীর সদস্যদের কোনো দাবি দাওয়া থাকলে, তা নিয়ে তারা আলোচনা করতে পারতো উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, তারা তা করেননি। গতকাল রোববার তাদের দাবি মেনে নেওয়ার পরও কাউকে অবরুদ্ধ করে রাখার সাহস তারা পেলো কোথায় ? এ প্রশ্ন উত্থাপন করে তিনি জানান, আসোলে বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে, সেই সরকারকে অস্থির করার জন্য পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব প্রশ্নোচ্ছলে বলেন, আজকে যেসব সচিব বহাল তবিয়তে কাজ করছেন - তারা কারা ? তারা তো পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত। যারা এসপি রয়েছেন, তারা কারা ? তারা তো কম অত্যাচার করেননি। তিনি ফ্যাসিবাদ ঠেকাতে প্রশাসনের মাঠ পর্যায়ে পুনর্বিন্যাস করার দাবী জানান। কারণ, স্বৈরাচারের দোসররা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে প্রতিবিপ্লব করার জন্য এখনো সুযোগের অপেক্ষায় আছে।
বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং এ্যাব সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদকসহ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.