শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় সাবেক মন্ত্রী রুহুল হকসহ ৫৪ জনের নামে হত্যা মামলা

সাতক্ষীরায় সাবেক মন্ত্রী রুহুল হকসহ ৫৪ জনের নামে হত্যা মামলা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (সাতক্ষীরা): জেলার দেবহাটার জামায়াত নেতা আনারুল ইসলামকে হত্যার অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক ও তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ৫৪ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০৭ এ আনারুল ইসলামের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে দেবহাটা থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন, সাতক্ষীরা সদর সার্কেলের তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, কালিগঞ্জ সার্কেলের তৎকালীন সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, দেবহাটা থানার তৎকালীন অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, এসআই আলী আকবর, তপন কুমার সিংহ, জিয়াউল হক, ইউনুস আলী গাজী, তানভীন হাসান, এএসআই এফএম তারেক, এএসআই মদন মোহনসহ ৫৪ জন।
মামলার এজাহারে উল্লিখিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অন্যান্য আসামিদের সহযোগিতায় ২০১৪ সালের ১৪ জানুয়ারি আনারুল ইসলামকে তার ঘের থেকে তুলে নিয়ে গুলি করে ও পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে।

২৮১ Views
CATEGORIES
Share This

COMMENTS