
বিরামপুর পৌরসভা ও উপজেলায় সরকারী কর্মকর্তাদ্বয়ের দায়িত্ব গ্রহন

স্টাফ রিপোর্টার: ২০ আগস্ট (মঙ্গলবার) স্থানীয় সরকার বিভাগের অধীন বিরামপুর পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যান অপসরণের পর বিরামপুরে সরকারী কর্মকর্তাদ্বয় দায়িত্ব গ্রহন করেছেন।

পৌরসভার দায়িত্বভার গ্রহন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দন সাহা। উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসমিন আওন । তারা কার্যালয়ের এসে দিনভর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দন সাহা বিরামপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব নিয়ে প্রথম দিনই পৌরসভার গো-হাট, বিরামপুর থানা, বিরামপুর রেলস্টেশন পরিদর্শন করেন। তিনি শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন বিরামপুর উপজেলা প্রশাসক হিসেবে দিনভর কর্মব্যস্ত কার্যক্রম পরিচালনা করেন।
২০১ Views