প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৬:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৪, ২:৩৯ অপরাহ্ণ
মহসিন চৌধুরী বিএসইসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. মহসিন চৌধুরীকে এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ এক অফিস আদেশে একথা বলা হয়েছে।
রোববার অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) কর্তৃক জারিকৃত অফিস আদেশে বলা হয়, ‘কমিশনার মো. মহসিন চৌধুরীকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
আদেশে বলেছে, তার নিয়োগ গত শনিবার থেকে কার্যকর হবে। কারণ, তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএসইসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.