শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরায়েলি হামলায় ২ যোদ্ধা নিহত

ইসরায়েলি হামলায় ২ যোদ্ধা নিহত

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম: লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী জানিয়েছে, রোববার ইসরায়েলের হামলায় তাদের দুই যোদ্ধা নিহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তাইবেহ গ্রামে ইসরায়েলের হামলায় দুজন প্রাণ হারিয়েছে।
হিজুবুল্লাহ খবরটি নিশ্চিত করে বলেছে, ইসরায়েল সীমান্তবর্তী তাইবেহ গ্রামে এ হামলা চালানো হয়।
সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েল ড্রোন থেকে তাইবেহ গ্রামে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা তাইবেহ’র কাছাকাছি আদাইসেহ এলাকায় দিনভর হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।
রোববার দিনের শেষে অপর এক বিবৃতিতে সেনাবাহিনী তাইবেহ এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী সেলে হামলা চালানোর কথা জানিয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরানপন্থী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে প্রায় প্রতিদিনই গুলিবিনিময় চলছে।

৭৫ Views
CATEGORIES
Share This

COMMENTS