প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৪, ২:২৪ অপরাহ্ণ
বিরামপুরের সড়কে ট্রাফিকের দায়িত্বে স্কাউট’স ও আনছার ভিডিপি : আপ্যায়নে ওর্ল্ড স্কাউট রি-ইউনিয়ন

স্টাফ রিপোর্টার: বিরামপুরের সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে স্কাউট’স ও আনছার ভিডিপি । বিরামপুরের সাবেক স্কাউট’স সংগঠন ওর্ল্ড স্কাউট রি-ইউনিয়নের পক্ষ থেকে ১২ আগস্ট অ্যাপায়ন করেন সাবেক স্কাউট মোরশেদ মানিকের আমন্ত্রনে চাংপাই চাইনিজে।
স্কাউটদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা স্কাউটস’র সাধারন সম্পাদক হারুল অর রশীদ । ১২ আগস্ট বিরামপুর ঢাকামোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেন বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়, আদর্শ বিদ্যালয় ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের বয়েজ-গালস স্কাউট’স, বিরামপুর সরকারী কলেজের রোভার স্কাউটগন। মধ্যান্য ভোজে আরও অংশ নেন উপজেলা স্কাউটস’র যুগ্ম সাধারন সম্পাদক বেনজীর হক, ইউনিট লিডার যথাক্রমে একইর, হরিহরপুর, পাইলট, পৌর উচ্চ বিদ্যাালয় ও চাঁদপুর মাদ্রাসা।
স্কাউটদের নেতৃত্ব দেন বিরামপুর সরকারি কলেজের সিনিয়র রোভারমেট রেজওয়ান কবীর ও উপজেলা প্রতিনিধি সাঈদ হাসান স্বাধীন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.