রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুর হাবিপ্রবি খুলবে সোমবার : ক্লাস শুরু ১৮ আগস্ট

দিনাজপুর হাবিপ্রবি খুলবে সোমবার : ক্লাস শুরু ১৮ আগস্ট

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (দিনাজপুর): দীর্ঘদিন বন্ধ থাকার পর দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি)শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে ১২ আগস্ট সোমবার। আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে হাবিপ্রবির ক্লাস। আবাসিক হলগুলো খুলবে ১২ আগস্ট।
আজ ৯ আগস্ট শুক্রবার বিকেলে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক,  কর্মকর্তা, কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৬ আগস্ট দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার এক সরকারি ঘোষণার প্রেক্ষিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষা কার্যক্রম পরীক্ষাসহ আগামী ১৮ আগস্ট হতে শুরু হবে। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আগামী ১২ আগস্ট  হতে খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি নীতিমালা ২০০৩ এর আলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হল সমূহে শিক্ষার্থীদের আবাসন কার্যক্রম চলমান থাকবে।

১৭১ Views
CATEGORIES
Share This

COMMENTS