রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: বিরামপুর উপজেলার দেশমা বাজারে রবিবার (১৪ জুলাই) সকালে বিদ্যুৎস্পৃষ্টে সারেজুল ইসলাম (৫৬) নামে এক ভ্যান চালকের মৃত্যু ঘটেছে। তিনি বাজারের পার্শ্ববর্তী রাণীনগর গ্রামের মৃত: আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে, সারেজুল ইসলাম রবিবার সকালে দেশমা বাজারে মোক্তাদিরের ধান ভাঙ্গা মিলের ভিতর ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
ঘটনার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, ঐ মৃত্যুর ঘটনা নিয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে এবং পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

১৫৭ Views
CATEGORIES
Share This

COMMENTS