প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৪, ২:১৮ অপরাহ্ণ
দেশের রপ্তানী আয়ের ৮৪ ভাগ আসে পোশাক খাত থেকে : বস্ত্রমন্ত্রী

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): বন্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের রপ্তানী আয়ের শতকরা ৮৪ ভাগের বেশি দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি পোশাক শিল্প খাত থেকে অর্জিত হয়।
আজ জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত স্বতন্ত্র সংসদ সদস্য মো. খসরু চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
জাহাঙ্গীর কবির নানক জানান, এপর্যন্ত ১ হাজার ৮৩টি স্থানীয় এবং বিদেশী বায়িং হাউজ নিবন্ধিত হয়েছে। এসব বায়িং হাউজ পণ্যের নতুন বাজার সম্প্রসারণ এবং এ শিল্পের বিকাশে সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী বলেন, বস্ত্র অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে গড়ে ৫ হাজারের অধিক শিক্ষার্থী টেক্সটাইল বিষয়ে পাস করে বের হয়ে বিভিন্ন দেশি-বিদেশী শিল্প প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োজিত হয়ে বস্ত্রখাতে অবদান রাখছে। বর্তমানে বস্ত্র অধিদপ্তরের আওতাধীন ৯টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১৫টি টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউট, ৪১টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট চলমান রয়েছে। নতুন নতুন কোর্স সংযোজনের মাধ্যমে এ শিল্পের কারিগরি ক্ষমতা বাড়ানো হচ্ছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.