রবিবার, ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি ১১৫ কোটি ডলার ছাড়ের অনুমোদন

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি ১১৫ কোটি ডলার ছাড়ের অনুমোদন

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তির আওতায় তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই অনুমোদনের ফলে বাংলাদেশ তৃতীয় কিস্তিতে পাবে ১১৫ কোটি ডলার।
গতকাল ২৪ জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের পর্ষদ সভায় এই অনুমোদন দেয়া হয়। তৃতীয় কিস্তির অর্থ হাতে পেলে বাংলাদেশ সব মিলিয়ে তিন কিস্তিতে আইএমএফের কাছ থেকে পাবে প্রায় ২৩১ কোটি ডলার। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে প্রথম কিস্তিতে ৪৭ কোটি ৬৩ লাখ ডলার পেয়েছিল বাংলাদেশ। আর গত ডিসেম্বরে পেয়েছিল দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার।
জরুরি ভিত্তিতে লেনদেনের ভারসাম্য বজায় রাখা ও বাজেট-সহায়তা বাবদ বাংলাদেশ ২০২২ সালের জুলাইয়ে আইএমএফের কাছে ঋণ চায়। বাংলাদেশের ঋণ আবেদনের ছয় মাস পর সংস্থাটি গত বছরের ৩০ জানুয়ারি ৪৭০ কোটি ডলারের ঋণ দেবে বলে সিদ্ধান্ত নেয়। আইএমএফ জানায়, শর্তপূরণ সাপেক্ষে ২০২৬ সাল পর্যন্ত মোট সাত কিস্তিতে ঋণের এই অর্থ দেওয়া হবে।
এদিকে বাংলাদেশ ব্যাংক আশা করছে আইএমএফের তৃতীয় কিস্তির ঋণের অর্থ খুব শিগগিরই বাংলাদেশ পেয়ে যাবে। কেন্দ্রিয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের জানিয়েছেন আগামী দুই দিনের মধ্যে এই অর্থ পাওয়া যেতে পারে।

CATEGORIES
Share This

COMMENTS