রবিবার, ২৩শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বিরামপুরে সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেছেন এমপি শিবলী সাদিক : মিডিয়ার ফুলেল শুভেচ্ছা

বিরামপুরে সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেছেন এমপি শিবলী সাদিক : মিডিয়ার ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  দিনাজপুরের বিরামপুরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে উন্নতর চিকিৎসা সেবা সহায়তার জন্য চেক বিতরণ অনুষ্ঠান হয়েছে। ১৪ জুন বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এঁর সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি শিবলী সাদিক। এ সময় বিরামপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি মোরশেদ মানিক, সাধারন সম্পাদক কামরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক রিপন মানিক  চৌধূরীর নেতৃত্বে সাংবাগিকগন এমপি শিবলী সাদিককে ফুলেল শুভেচ্ছা জানান।


একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম সঞ্চালিত ও উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল। আমন্ত্রতিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক এরশাদ মিয়া, ইউপি চেয়ারম্যান যথাক্রমে ইউনুছ আলী, রহমত আলী ও চিত্ত রঞ্জন পাহান,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেজবাউল ইসলাম, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নারু গোপাল কুন্ডু ও শিবেশ কুন্ডু, সাবেক সাংগঠনিক সম্পাদক আ: রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আ:রাজ্জাক, যুগ্ম সাধারন সম্পাদক মুরাদ ইসলাম সহ এমপি শিবলী সাদিকের সফরসঙ্গীগন।
৫৭ জন অসুস্থ রোগির প্রত্যেককে জাতীয় সংসদ শিবলী সাদিক, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ৫০ হাজার টাকার চেক প্রদান করেছেন। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মি, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধি, উপকারীভোগি পরিবার সহ বিভিন্ন পেশার আরো অনেকেই উপস্থিত ছিলেন।

 

CATEGORIES
Share This