প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৮:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৪, ১:০০ অপরাহ্ণ
বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ৪ ও ৫ দিনের দুইটি কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার: ১০ জুন থেকে ১৪ জুন বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর আয়োজিত ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম এর অন্তর্ভুক্ত প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কিং ৪দিনব্যাপী এবং পেশাগত দক্ষতা উন্নয়ন কোর্স ( জীবন - জীবিকা, শিল্প ও সংস্কৃতি) ৫দিনব্যাপী মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ের সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
১০ জুন সকাল ১০টায় বিরামপুর উপজেলা কলেজিয়েট স্কুলে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতি ছিলেন ইউএনও নুজহাত তাসনীম আওন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আলহাজ্ব মো: পারভেজ কবীর। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক যথাক্রমে মাহাবুর রহমান, হাফিজ উদ্দিন সরকার, মিজানুর রহমান ও আবু সাদাত মুসা। প্রশিক্ষণ কর্মশালা দুইটিতে ১৯৪ জন সহকারী শিক্ষক অংশ গ্রহন করেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.