প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ
আশ্রয়ণ প্রকল্পের আওতায় দিনাজপুরে ১৩ হাজার ২৪০ টি পরিবারকে বাড়ী হস্তান্তর

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (দিনাজপুর): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় জেলার ১৩ টি উপজেলায় ৫ ধাপে ১৩ হাজার ২৪০ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
আজ শনিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ। তিনি বলেন, সারা দেশের ন্যায় দিনাজপুর জেলায় ৫ ধাপে ১৩ টি উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের এই বাড়ীগুলো হস্তান্তর করা হয়েছে। গত বছর ৯ আগস্ট ডিজিটাল পদ্ধতিতে এ্যাপের মাধ্যমে দিনাজপুর জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত জেলা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসক বলেন, পঞ্চম ধাপে সারা দেশের ন্যায় আগামী ১১ জুন দিনাজপুরের দুই উপজেলা বীরগঞ্জ ও নবাবগঞ্জে ৯০৯ টি পরিবারের মধ্যে বাড়ী হস্তান্তর করা হবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে বাড়ীগুলো ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মধ্যে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পর্যায়ে জেলার নবাবগঞ্জ উপজেলায় ১১ টি ও বীরগঞ্জ উপজেলায় ৮৯৮ টি পরিবারের কাছে বাড়ীগুলো হস্তান্তর করা হবে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.