রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপনের লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত

বিরামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপনের লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,স্টাফ রিপোর্টার: শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যু ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ জুন -২০২৪) উপলক্ষে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৮ মে) বেলা ১১টায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন,শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, প্যানেল মেয়র আবুল কালাম আজাদ বকুল, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমূখ। সভায় মূল বিষয় উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ।

মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মাসুদ রানা জানান, আগামী ১ জুন একদিনব্যাপী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৬৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রে এ কর্মসূচি চলবে। ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৪৫০ শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১১ হাজার ৫৭০ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এবং পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪০০ শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ হাজার ৮০০ জন শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় অন্যান্য চিকিৎসক, স্থানীয় সাংবাদিক, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

১০৮ Views
CATEGORIES
Share This

COMMENTS