রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্নীতি প্রতিরোধে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি প্রতিরোধে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ২৮মে দুপুরে উপজেলা অডিটিডিয়ামে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজনে মাধ্যমিক স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় ও শিবপুর উচ্চ বিদ্যালয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম শাহজাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরজাহাত তাসনিম আওন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা দমন কমিশনের সহকারী পরিচালক ইসমাইল হোসেন।
বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল। মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ।
মডারেটর ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আঃ আউয়াল, বিচারক ছিলেন আইসিটি অফিসার পপিয়া নাজনীন ও বিরামপুর সরকারি কলেজের প্রভাষক ডঃ খায়রুল আলম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাহমুদুল হক প্রমূখ। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রথম হয়।

১২২ Views
CATEGORIES
Share This

COMMENTS