প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ণ
বিরামপুরে পুলিশ বক্স উদ্বোধন করলেন এসপি ইফতেখার

স্টাফ রিপোর্টার: দিনাজপুর জেলা পুলিশের বিরামপুর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও সর্বসাধারণের আইনানুগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে থানা এলাকায় ‘পুলিশ বক্স ও বিট কার্যালয়’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে থানার দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে পলিপ্রয়াগপুর ইউপি’র দূর্গাপুর শালবাগান (ঢিবি) এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ বক্স ও বিট কার্যালয়ের শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) শাহ্ ইফতেখার আহমেদ (পিপিএম)।
এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ সব সময় জনগণের বন্ধু। জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করি। পুলিশ বক্সটি থানা এলাকার মানুষের অনেক উপকারে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিরামপুর থানা পুলিশের আয়োজনে, উদ্বোধনকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, ওসি সুব্রত কুমার সরকার, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, রহমত আলীসহ বিভিন্ন পদমর্যাদার অন্যান্য পুলিশ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.