
বিরামপুরের প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে মা দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনের অংশ হিসাবে মা দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে সমবার উপজেলার পৌর শহরের ১ নং বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সভা কক্ষে প্রাথমিক স্তরের সকল শিশুর মা দের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিশুদের সুষ্ঠু সুন্দর জীবন গড়ানোর লক্ষ্যে শিক্ষার মান উন্নয়নের অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য ব্যাপক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলা, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ সহ অনেকে উপস্থিত ছিলেন।
১১৫ Views