প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৪, ১:৫৪ অপরাহ্ণ
দুর্ঘটনাস্থল থেকে রাইসিসহ অন্যদের লাশ উদ্ধার: ইরানী রেডক্রিসেন্ট

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টসহ আরো যারা নিহত হয়েছেন তাদের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রমও শেষ হয়েছে।
ইরানের রেডক্রিসেন্ট সোমবার এ কথা জানিয়েছে।
ইরানের রেডক্রিসেন্ট প্রধান পীরহোসেন কোলিভান্দ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, আমরা শহীদদের মরদেহ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজে পাঠানোর প্রক্রিয়ায় রয়েছি।
উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে রোববার দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে প্রেসিডেন্ট সকল আরোহী প্রাণ হারায়।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.