রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

স্লোভাক প্রধানমন্ত্রী ফিকো’র জীবন ঝুঁকিমুক্ত: উপ-প্রধানমন্ত্রী

স্লোভাক প্রধানমন্ত্রী ফিকো’র জীবন ঝুঁকিমুক্ত: উপ-প্রধানমন্ত্রী

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম: স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এক বন্দুকধারীর হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। তার জীবন এখন ঝুঁকিমুক্ত। স্লোভাক উপ-প্রধানমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রী টমাস তারাবা এ কথা বলেছেন।
তিনি বিবিসি’কে বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং প্রধানমন্ত্রীর অবস্থা এখন শঙ্কামুক্ত।
স্লোভাকিয়ার পশ্চিমাঞ্চলীয় হ্যান্ডলোভা শহরে একটি সরকারি বৈঠকের পর অজ্ঞাতনামা এক ব্যক্তির গুলিবর্ষণে ফিকো আহত হয়েছেন।
বাহু, বুক এবং পেটে ক্ষতসহ তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বয়োবদ্ধ বন্দুকধারীকে আটক করা হয়েছে।
স্লোভাক গণমাধ্যমের মতে, তিনি একজন ৭১ বছর বয়সী লেখক জুরাজ সিন্টুলা। জুরাজ সরকারের নীতির সাথে একমত না হয়ে ফিকোকে হত্যা প্রচেষ্টায় গুলি বর্ষণ করে।
ফিকো ইউক্রেনের ওপর একটি নীতিগত অবস্থান মেনে চলেন। তিনি যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার পক্ষে। তার সরকার ২০২৩ সালের অক্টোবরে কার্যভার গ্রহণ করে কিয়েভে সামরিক সরবরাহ বন্ধ করে দেয়। তবে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখে। প্রধানমন্ত্রী রাশিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলেছেন।

৬৮ Views
CATEGORIES
Share This

COMMENTS