প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৪, ১:৩৪ অপরাহ্ণ
বিরামপুরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু !

মোঃ ইব্রাহীম মিঞা, বিশেষ প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর খোসাসহ লিচু খাওয়ার সময় গলায় লিচুর বীজ আটকে সালমান রনি (৬) নামের এক শিশুর মৃত্যু উঠেছে।
১৪ মে মঙ্গলবার দুপুরে শহরের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সালমান রনি ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে।
মৃত সালমান রনি স্থানীয় শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে অধ্যায়নরত ছিলেন। শিশুটির মা সাজেদা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটির মা সাজেদা খাতুন জানান, বেলা সাড়ে এগারোটার দিকে রনি ও জীবন নামের দুইবন্ধু মিলে বাড়ির পাশে লিচু বাগানে লিচু খেতে যায়। এর কিছুক্ষণ পর রনি বাসায় ফিরে আসে উদভট আচারণ করতে থাকেন। এসময় সে মুখে কোন কথা না বলতে পারলেও গলায় কিছু একটা আটকে আছে এমন ইঙ্গিত করে। পরে তার অবস্থার অবনতি হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু রনির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন ইসলাম বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার মুখে কিম্বা গলায় লিচুর বীজ আটকে আছে কিনা এমন বিষয়ে পরিবারের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হযনি।
স্থানীয় পৌর কাউন্সিলর মোশাররফ হোসেন চৌধুরী জানান,আমি ঘটনাস্থলে যাইনি তবে পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে শিশুটি গলায় লিচুর বীজ আটকে শ্বাসরোধ হয়ে মারা গেছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.