
বিরামপুরে বিশ্ব মা দিবস উদযাপন

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি-‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস উদযাপন হয়েছে।
এ উপলক্ষে ১২ মে ২০২৪ রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারাত জাহান এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, থানার ওসি (তদন্ত) মনিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শীবেষ কুন্ডু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সিনিয়র সাংবাদিক আকরাম হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন, জোলাগাড়ি কুঠির শিল্প সমিতির সভাপতি সাদিয়া আক্তার রুনা প্রমুখ।
আলোচনাসভাটি সঞ্চালনা করেন সারাহ মারান্ডি।
৩১ Views