প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৪, ১:৩৬ অপরাহ্ণ
৯২.৩৩ শতাংশ পাস নিয়ে শীর্ষস্থানে যশোর বোর্ড
পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): যশোর শিক্ষা বোর্ড এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯২ দশমিক ৩৩ শতাংশ পাসের হার নিয়ে ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।
আজ প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।
সিলেট শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার সবচেয়ে কম। এ বোর্ডে ৭৩ দশমিক ৩৫ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।
অন্য ৯টি শিক্ষা বোর্ডে পাসের হার হলো- রাজশাহী বোর্ডে ৮৯ দশমিক ২৬ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ১৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৫ শতাংশ, ঢাকা বোর্ডে ৮৩ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮২ দশমিক ৮০ শতাংশ, কারিগরি শিক্ষা বোর্ডে ৮১ দশমিক ৩৮ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৭৯ দশমিক ৬৬ শতাংশ। মাদ্রাসা বোর্ডে ৭৯ দশমিক ২৩ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৮ দশমিক ৩৩ শতাংশ ও দিনাজপুর বোর্ডে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।
Copyright © 2024 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.