প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৪, ৯:৩৭ পূর্বাহ্ণ
বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শন করলেন পৌরমেয়র ও কমিটি

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি- এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল বৃহস্পতিবার মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন করেছেন। ইতোমধ্যে কমিটির পক্ষ থেকে ঈদগাহ মাঠের ঈদের নামাজের জন্য যাবতীয় কাজের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর পৌরসভার মেয়র ও কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি আককাস আলী, উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, এনায়েত আলী, কোষাধ্যক্ষ বুলবুল ইসলাম ও হাসানুজ্জামান হাসান, বিরামপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রুবেল, সদস্য মোস্তাফিজুর রহমান মোস্ত, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) এর সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, অপরূপ বিরামপুর পেজের এডমিন আব্দুর রাজ্জাক, দন্ত চিকিৎসক বুলবুল আহমেদ প্রমুখ।
বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক বলেন, আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.