প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ণ
গণহত্যা দিবসে সমাবেশ করবে আওয়ামী লীগ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। আগামীকাল (২৫ মার্চ) সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামীকাল সোমবার বিকাল ২টায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
একাত্তরের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালিদের ওপর গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৭ সালে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.