প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৩:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৪, ১২:০৮ অপরাহ্ণ
বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্যদের ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ শনিবার সকাল ১০টায় ঢাকা ও চট্টগ্রামে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত।
ঢাকার ভোটারগণ রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এবং চট্টগ্রামের ভোটাররা নগরীর খুলশীর স্থানীয় অফিসে ভোট প্রদান করছেন। ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ৭০ প্রার্থী।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এবারের নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ফোরাম প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন ফয়সাল সামাদ এবং সম্মিলিত পরিষদ প্যানেলে নেতৃত্বে রয়েছেন এস এম মান্নান।
ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনে ভোটার ২ হাজার ৪৯৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৩২ জন এবং চট্টগ্রামে ৪৬৪ জন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.