প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৪, ৫:১১ অপরাহ্ণ
বিরামপুর উপজেলা প্রশাসন , পৌর পরিষদের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

স্টাফ রিপোর্টার : বিরামপুর উপজেলা প্রশাসন , পৌর পরিষদের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন হয়েছে। সকাল ৮টায় বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলীর নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রাসহ ঢাকামোড়ে বঙ্গবন্ধু মুর্যালে ফুলেল শুভেচ্ছা জানান।
বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন ইউএনও নুজহাত তাসনীম আওন।আরও বক্তব্য রাখেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)সুব্রত কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বিরামপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোরশেদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, বীরমুক্তিযুদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ। এর আগে সকাল ৯টায় উপজেলা চত্বরে অবস্থিত ভাস্কযে ফুলেল শুভেচ্ছাসহ শ্রদ্ধা নিবেদন করেন- জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, বে-সরকারী প্রতিষ্ঠান সমূহ।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.