প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৪, ১:৪৪ অপরাহ্ণ
জ্বালানি তেলের মূল্য হাস

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের ধারাবাহিকতায় আজ প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় ও হ্রাস করা হয়েছে।
ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৯ টাকা হতে ৭৫ পয়সা কমিয়ে প্রতি লিটারের দাম ১০৮ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আজ এক প্রজ্ঞাপনে জানানো হয় যে, আগামীকাল শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এছাড়াও, অকটেনের বিদ্যমান বিক্রয়মূল্য প্রতি লিটারে ৪ টাকা কমিয়ে ১৩০ টাকা থেকে ১২৬ টাকা করা হয়েছে এবং পেট্রোলের বিদ্যমান বিক্রয় মূল্য প্রতি লিটারে ৩ টাকা কমিয়ে ১২৫ টাকা থেকে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.