প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ২:৫৬ অপরাহ্ণ
সংরক্ষিত ৫০আসনে নির্বাচিত নারী সংসদ সদস্যের বিষয়ে গেজেট প্রকাশ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের বিষয়ে গেজেট প্রকাশিত হয়েছে।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের বিষয়ে গেজেট প্রকাশ করে।
নির্বাচিতদের নামসহ গেজেট প্রকাশের পর তা জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে। এরপর সংসদ সচিবালয় এই সদস্যদের শপথ গ্রহণের আয়োজন করবে। শপথ গ্রহণ শেষে সংসদে যোগ দেবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা।
এর আগে গত রোববার (২৫ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার না করায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। জোটের শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বিরোধী দল জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছে ২টি আসনে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.