প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৬:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৪, ১:৪০ অপরাহ্ণ
শ্রীলংকা ক্রিকেটের নিষেধাজ্ঞা প্রত্যাহার

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম: বোর্ডের প্রশাসনিক কার্যকলাপে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়ার পর শ্রীলংকা ক্রিকেটের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে খেলাটির বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
দুর্নীতির অভিযোগ নিয়ে ওঠা বিতর্কের কারণে শ্রীলংকার ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও অথনৈতিক সংকটে ভুগছে। ।
নিষেধাজ্ঞার কারনে আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণে বাঁধা ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের সুযোগও হারায় শ্রীলংকা।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘আজ শ্রীলংকা ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আইসিসি।’
এসএলসি প্রশাসনে সরকারি হস্তক্ষেপের কারনে গত নভেম্বরের এসএলসির সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি।
আইসিসি জানিয়েছে, ‘এখন আর সদস্যরা কোন নিয়ম লঙ্ঘন করছে না বলে তারা সন্তুষ্ট।’
অফিসিয়াল সূত্র এএফপিকে জানিয়েছে, আইসিসির সাথে আলোচনা করেছেন শ্রীলংকার নতুন ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো এবং তিনি ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আইসিসির আপত্তি সত্ত্বেও ফার্নান্দোর উত্তরসূরি রসান রানাসিংহের নির্বাচিত বোর্ডকে বরখাস্ত করার পর শ্রীলংকার ক্রিকেট পরিচালনার জন্য অন্তবর্তী কমিটি নিয়োগ করা হয়েছিলো।
রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে আইসিসির স্পষ্ট নিয়ম আছে এবং পূর্বেও বহিস্কার করা হয়েছিলো শ্রীলংকাকে।
নিষেধাজ্ঞা চলাকালীন শ্রীলংকাকে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অনুমতি দেয় আইসিসি। যার সুবাদে সদ্যই ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলেছে শ্রীলংকা।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.