প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৪, ১:৩৬ অপরাহ্ণ
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত চার ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করেছে ইরান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম: ইরান তার চিরশত্রু ইসরায়েলের সাথে নাশকতায় সহযোগিতা করায় দোষী সাব্যস্ত চারজনকে সোমবার ভোরবেলা মৃত্যুদন্ড দিয়েছে। বিচার বিভাগ এ কথা জানায়।
বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট-এর মতে একটি ইরানি প্রতিরক্ষা কেন্দ্রে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার দায়ে চার আসামি মোহাম্মদ ফারামারজি, মোহসেন মাজলুম, ওয়াফা আজারবার, পেজমান ফাতেহিকে ২০২২ সালের জুলাই মাসে কেন্দ্রীয় প্রদেশ ইসফাহানে গ্রেফতার হয়। খবর এএফপি’র।
মৃত্যুদন্ডে দন্ডিত চার সদস্যের দলটি জায়ানবাদি গুপ্তচর সংস্থার সাথে যুক্ত ছিল। তাদের বোমা হামলার পরিকল্পনা করার জন্য গ্রেফতার করা হয়, এবং ইসফাহানে আজ সকালে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে।
ইরানের মতে, অপারেশনের প্রায় দেড় বছর আগে ইসরায়েলের গোয়েন্দা বিভাগ মোসাদ তাদের নিয়োগ দেয়।
বিচার বিভাগ আরো বলেছে, মোসাদ কর্মকর্তাদের উপস্থিতিতে সামরিক প্রশিক্ষণ কোর্সের জন্য তাদেরকে আফ্রিকান দেশগুলোতে পাঠানো হয়।
২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের মৃত্যুদন্ড দেওয়া হয়। ইরান দাবি করে, ২০২৩ সালের আগস্টে, মোসাদের উদ্যোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিল্প কারখানায় তাদের একটি অত্যন্ত জটিল নাশকতামূলক পরিকল্পনা ব্যর্থ হয়। ফেব্রুবিয়ারির কয়েক মাস আগে, তেহেরান ইসফাহানের একটি সামরিক কেন্দ্রে ড্রোন হামলার জন্য ইসরাইলকে দায়ী করে।
ইরান প্রায়শই ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ করে আসছে। ইরানের সাথে এই দুই দেশ কয়েক দশক ধরে ছায়া যুদ্ধে লিপ্ত রয়েছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.