প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ
দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৫ দশমিক ৩ ডিগ্রী

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (দিনাজপুর): জেলায় আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ আজ দুপুর ১২টায় এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আদ্রতা রেকর্ড হয়েছে ৯৭ শতাংশ বাতাসের গতিবেগ ২ নটস । দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর জেলায় ৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানানো হয়েছে ।
এদিকে, রাত হলেই নামতে শুরু করছে তাপমাত্রার পারদ। বৃষ্টির মতো ঝরছে শিশির। ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ, বেলা গড়িয়ে গেলেও বিরাজ করছে ভোরের আকাশের ছাপ। দুপুরে উত্তাপবিহীন সূর্যের লুকোচুরি খেলা শুরু হয়। কনকনে ঠান্ডা ও হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন ও পশুপাখিরা। প্রতিকূল এ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু, সরিষা ও বোরো ধানের বীজতলাসহ বিভিন্ন সবজি। এতে বিপাকে পড়েছেন জেলার কৃষকরা।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.