সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ঐতিহ্য’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ঐতিহ্য’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আদর্শে লালিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঐতিহ্য’র পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারী)-২০২৪ দিনাজপুর শহরের শাখারিপট্টিস্থ ঐতিহ্য’র কার্যালয়ে সদস্যদের নিজস্ব অর্থায়নে সংগৃহিত কম্বল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কমিটির আহবায়ক আসাদুর রহমান ভুঁইয়া তপন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জীবন কৃষ্ণ চক্রবর্তীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আফজাল হোসেন ও বিশেষ অতিথি ছিলেন ঐতিহ্য’র সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ডন। এছাড়াও উপস্থিত ছিলেন ঐতিহ্য’র সদস্য শংকর দাস, মুরাদুল ইসলাম মুরাদ, লাবলুসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাড়ে তিন শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ##

৫২ Views
CATEGORIES
Share This

COMMENTS