
বিরামপুরে উপজেলা আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বিরামপুরে ২৪ জানুয়ারী (বুধবার) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে জানুয়ারী’২৪ মাসের আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। আলোচনায় অংশ নেন; বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ শাহাজান আলী, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আরমান আলী, বিজিবির প্রতিনিধিদ্বয় ।
সভায় নবনিবাচিত এমপি শিবলী সাদিকের প্রতি অভিনন্দন জানানো হয়। এমপি শিবলী সাদিকের পক্ষে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।সভায় জাতীয় সংসদ নিবাচন শান্তিপূন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সভায় শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব আরোপ করা হয়। ১ ম শ্রেণীর বিরামপুর পৌরসভায় ফায়ার সাভিসের সব ধরনের সুবিধা বাস্তবায়নে উধ্বতন কতপক্ষের সদয় হস্তক্ষেপে প্রস্তাব গৃহীত হয়েছে।
৭৬ Views