প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ণ
শেখ হাসিনা ঐতিহাসিক ৫ম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন

পজিটিভ বিডি নিউজ ২৪ ডটকম (ঢাকা) : শেখ হাসিনা আজ ঐতিহাসিক পঞ্চমবারের মতো এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং নতুন মন্ত্রিসভা গঠন করেছেন।
আওয়ামী লীগ সভানেত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনা ১১ জানুয়ারি, সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের পর বঙ্গভবনের দরবার হলে অতিথিরা দাঁড়িয়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
রাষ্ট্রপতির পত্নী ডক্টর রেবেকা সুলতানা, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং পরিবারের অন্যান্য সদস্যরা অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি, প্রবীণ রাজনীতিবিদ, আইনজীবী, সিনিয়র সাংবাদিক, কূটনীতিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় ১৪০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.